সারাদেশ

গরুর মাংসের দাম বাড়িয়ে দিলেন খলিল

গরুর মাংসের দাম বাড়িয়ে দিলেন খলিল

কম দামে গরুর মাংস বিক্রি করে হইচই ফেলে দিয়েছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। রমজান মাসের শুরু থেকেই তিনি ৫৯৫ টাকা কেজি দরে বিক্রি করছিলেন গরুর মাংস। ঘোষণা দিয়েছিলেন রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত ৫৯৫ টাকা কেজি দরেই বিক্রি করবেন গরুর মাংস।

 

কিন্তু ১০ রোজা শেষ হওয়ার আগেই তিনি মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাংসের মূল্যবৃদ্ধির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন খলিলুর রহমান।

 

তিনি বলেন, খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না।

 

লোকসানে পড়তে হচ্ছে। ক্রেতাদের ভিড় অনেক। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়াতে হয়েছে। এখন থেকে প্রতি কেজি গরুর মাংস ৬৯৫ টাকায় পাওয়া যাবে।

 

লোকসানে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আগে কিছুটা কম দামে গরু কিনতে পারছিলাম। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছি না।

 

আমার নিজের যেহেতু খামার নেই, তাই বাড়তি দামে গরুর কেনা হলে মাংসের দাম না বাড়িয়ে উপায় থাকে না।

 

আরও খবর

Sponsered content