রাজনীতি

ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়ে চাদর ছুঁড়ে ফেললেন রিজভী

ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়ে চাদর ছুঁড়ে ফেললেন রিজভী

নিজের ভারতীয় চাদর জনসম্মুখে ছুড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২০ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের কাছে থাকা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন তিনি।

 

এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। দলীয় কর্মীদেরও আহ্বান জানান রিজভী। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেয়।

 

এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলন অরাজনৈতিক।

 

অধিকার হারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটি। দেশ প্রেমে উদ্বুদ্ধ জনগণের ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে।

 

তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এ ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।

 

দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত আওয়ামী লীগকে সমর্থন দেয়ায় জনগণ ক্ষুব্ধ বলেও দাবি করেন রিজভী। বলেন, আওয়ামী লীগ ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে।

 

আরও খবর

Sponsered content