বিনোদন

থার্টি ফার্স্ট নাইটে কী করবেন মাহি, জানালেন নিজেই

থার্টি ফার্স্ট নাইটে কী করবেন মাহি, জানালেন নিজেই

বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৩ সাল। অনেকেই হিসেব মিলিয়ে নিচ্ছেন প্রাপ্তি ও অপ্রাপ্তির। সেইসঙ্গে মাথায় রেখেছেন ৩১ ডিসেম্বর। থার্টি ফার্স্ট নাইট কোথায় উদযাপন করবেন—সেরেছেন সে পরিকল্পনা। এই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ওই সময়টা দেশের বাইরে কাটানোর ইচ্ছা তার।

 

এ প্রসঙ্গে মাহি বলেন, থার্টি ফার্স্টটা দেশের বাইরে কাটানোর প্ল্যান আছে। ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই। সম্ভবত ব্যাংকক থাকব ওই সময়। এদিকে চলতি বছর নিয়ে খুব একটা সন্তুষ্ট নন মাহি। রয়েছে অতৃপ্তির আনাগোনা। এরকম উল্লেখ করে বলেন, গত বছর আমার কাজের ভালো একটা ফিডব্যাক ছিল। নিজেও বেশ তৃপ্ত ছিলাম।

 

কিন্তু তুলনামূলকভাবে এ বছর মনে হয় না বলার মতো কাজ করা হয়েছে। যদিও এবারও আমার কাজগুলোতে ভিউয়ের (ইউটিউবে দর্শক সংখ্যা) কমতি নেই। কিন্তু তৃপ্তির একটা বিষয় আছে। যেমন গত বছর ‘হাঙর’ নাটক নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক প্রশংসা পেয়েছি। এ বছর তেমনটা হয়নি। ওই জায়গা থেকে একটা অপ্রাপ্তি, অতৃপ্তি আছে।

 

সেই অপ্রাপ্তি পুষিয়ে নিতে চান আসছে বছরের কাজ দিয়ে। এরইমধ্যে শুরু করেছেন তোড়জোড়। মাহি জানালেন, নতুন ওয়েব সিরিজ আসছে। জানুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হওয়ার কথা।