সারাদেশ

খলিলের চেয়েও কমদামে গরুর মাংস বিক্রি করছেন নয়ন

খলিলের চেয়েও কমদামে গরুর মাংস বিক্রি করছেন নয়ন

ঢাকার শাহজাহানপুরের আলোচিত ব্যবসায়ী খলিলের দেখানো পথে হেঁটে আরও কম দামে গরুর মাংস বিক্রি করছেন আরমানিটোলার নয়ন। ৫৮০ টাকা কেজি দরে প্রতিদিন বিক্রি করছেন ৩৫ থেকে ৪০টি গরুর মাংস। এতে খুশি ক্রেতারা।

 

ঢাকার মাংস ব্যবসায়ী খলিল এখন সবার কাছেই পরিচিত। যার হাত ধরে ৭৫০ টাকা কেজি দরের গরুর মাংসের দাম গত বছরের শেষ দিকে নেমে আসে ৫৯৫ টাকায়। আর বর্তমানে রমজান উপলক্ষ্যে বিক্রি করছেন ৫৯০ টাকায়।

 

তারই শেখানো কম লাভ, বেশি বিক্রি, ভোক্তার সন্তুষ্টিতে ব্যবসার পরিধি বৃদ্ধি; তত্ত্বে ভর করে ৫৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন ঢাকার আরমানিটোলার নয়ন।

 

তিনি বলেন, দাম কমিয়ে বেশি বিক্রির আশায় এমন পদক্ষেপ। এতে বেড়েছে বেচা-বিক্রি। প্রতিদিন ৩৫-৪০টি গরুর মাংস বিক্রি হচ্ছে।

দামের সুবিধায় বাজারের চেয়ে কম মূল্যে মাংস কেনার সুযোগ পেয়ে খুশির কথা জানালেন ক্রেতারা। তারা বলেন, খলিলের মতো নয়নও কম দামে মাংস বিক্রি করছে। অন্যান্য ব্যবসায়ীরাও ইচ্ছে করলে কম দামে গরুর মাংস বিক্রি করতে পারেন।

 

নয়নের গরুর মাংসের দোকান পরিদর্শন শেষে, চাঁদাবাজি বন্ধসহ হাটের অসঙ্গতি দূর করতে পারলে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা সম্ভব বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

তিনি বলেন, যারাই এমন প্রতিযোগিতামূলক দামে পণ্য বিক্রির উদ্যোগ নেবে তাদের পাশে থাকবে ভোক্তা অধিকার।

 

আরও খবর

Sponsered content