খেলাধুলা

সৌদি আরবের ঐতিহাসিক পোশাক পরলেন মেসি আরব ব্র্যান্ডের প্রচারণায়

সৌদি আরবের ঐতিহাসিক পোশাক পরলেন মেসি আরব ব্র্যান্ডের প্রচারণায়

সৌদি আরবের বিলাসি পোশাকের ব্র্যান্ড ‘সায়ারের’ অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। বর্তমানে এই ফুটবল তারকা যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন। সৌদি আরবের বিখ্যাত পোশাকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেসির দেশটির ঐহিত্যবাহী পোশাক পরিহিত একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। যেখানে তাকে ‘আবা’ পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এটাই মেসির প্রথম কোনো কাজ নয়।

 

জানুয়ারিতে সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ গ্লোবাল মার্কেটিং ক্যাম্পেইন চালু করে। যেখানে আরব ব্র্যান্ডকে তুলে ধরা হয়। এখানেও মেসিকে অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়।

 

পর্যটন শিল্পে সৌদি আরব ইউরোপ, চীন ও ভারতের বাজার ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য এ খাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে দেশটি।

 

গত বছরের মে মাসে লিওনেল মেসি পরিবারসহ সৌদি আরবের দিরিয়াতে অবস্থিত আত-তুরাইফ ভ্রমণ করেন। ৩০০ বছরের পুরাতন এই স্থানটিকে ইউনেস্কো বিশ্ব ঐহিত্যের তালিকায় স্থান দিয়েছে।

 

 

মেসি সেখানে একটি গাইডের সহযোগিতায় যান এবং ওই স্থানের খাবার উপভোগ করেন। এছাড়া মেসি ও তার পরিবার নিয়ে রিয়াদেও ভ্রমণ করেন। তারা আরবিয়ান হর্স মিউজিয়ামও পরিদর্শন করেন।

 

আরও খবর

Sponsered content