সারাদেশ

আগুনে ২ কৃষকের বসতঘর, গোয়ালঘর ও গবাদিপশু পুড়ে ছাই

আগুনে ২ কৃষকের বসতঘর, গোয়ালঘর ও গবাদিপশু পুড়ে ছাই

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে দুই কৃষকের দুটি বসতঘর,১টি গোয়ালঘর ও একটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার (১২মার্চ ) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের খরিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ২ ছেলে কৃষক হারেছ মিয়া ও বিল্লাল মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়ার আগুন থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

 

নান্দাইল উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন,রাত ১২ টার দিকে অগ্নিকান্ডের খবর পাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ক্ষতিগ্রস্ত কৃষক হারেছ মিয়া বলেন,রাত সাড়ে ১১টার দিকে লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি ঘরে আগুন লাগছে।

 

গোয়ালঘর থেকে একটি গরু বাহির করছি, আরেকটি পুইড়া গেছে।আগুনে আমরা দুই ভাইয়ের দুটি বসতঘর ও এাটি গোয়ালঘর পুড়ে গেছে।

 

হারেছের ছোট ভাইবৌ লাভলি আক্তার বলেন, রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ শব্দ শোনে ঘুম থেকে জেগে দেখি ঘরে আগুন লাগছে।

 

এতে আমাদের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।আমাদের ৫ লাখ টাকার ক্ষতি হইছে।

 

স্থানীয় ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বলেন,খবর পেয়ে হারেছের বাড়িতে গিয়েছি।

 

আগুনে ২ টি বসতঘর,১ টি গোয়ালঘর ও একটি বকনা গরু পুড়ে গেছে।কিছুই রক্ষা করতে পারেনি।

 

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন,বিষয়টি খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

 

আরও খবর

Sponsered content