বিনোদন

৪ কোটি টাকা ক্ষতিপূরণ চান নায়ক শাকিব এসএমসি’র কাছে

৪ কোটি টাকা ক্ষতিপূরণ চান নায়ক শাকিব এসএমসি’র কাছে

২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’ এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চিত্রনায়ক শাকিব খানের। পরে আর কোনো চুক্তিই করেননি তারা। কিন্তু তবুও বেয়ানিভাবে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে তারা। যার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন শাকিব।

 

রোববার (৬ সেপ্টেবর) ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসি’র কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

 

শাকিব খানের পক্ষ হয়ে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন নোটিশটি প্রেরণ করেন।

 

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসি’র।

আরও খবর

Sponsered content