সারাদেশ

একসঙ্গে থাকার সিদ্ধান্ত, পুলিশ হেফাজতে দুই কিশোরী

একসঙ্গে থাকার সিদ্ধান্ত, পুলিশ হেফাজতে দুই কিশোরী

নাটোরের একডালা মডেল হাইস্কুলের এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সিলেটের দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর। তাদের দুজনের সেই পরিচয় একটা সময় প্রেমে রূপ নেয়। সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার।

 

দুজনের পরিচয়ের সাত মাসের মাথায় ওই মাদ্রাসাছাত্রী নাটোরে স্কুল ছাত্রীর বাসায় চলে আসেন। ঘটনা জানাজানি হওয়ায় পুলিশ তাদের দু’জনকেই হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে পুলিশ ওই দুই ছাত্রীকে হেফাজতে নেয়।

 

সিলেট থেকে আসা মাদ্রাসা ছাত্রী জানান, ৭ মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। স্কুলছাত্রী তাকে বিয়ে করার কথা বললে, সে নাটোরে হাজির হয়। অন্যদিকে ওই স্কুলছাত্রী জানান, দুজনের দীর্ঘদিনের পরিচয় থেকেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

 

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে তারা একে অপরকে বিয়ে করতে চাইলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।

 

আরও খবর

Sponsered content