সারাদেশ

ভালুকায় স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে অনশন

ভালুকায় স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে অনশন

ময়মনসিংহের ভালুকায় স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছে মোছা. সোনিয়া (২২) নামে এক নারী, তবে পলাতক রয়েছে স্বামী আল-আমিন মন্ডল উজ্জ্বল।

 

জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরিপুর উত্তরপাড়া এলাকার আল-আমিন মন্ডল উজ্জলের বাড়িতে অনশন করছে, উপজেলার তামাট গ্রামের আঃ হালিমের মেয়ে মোছা. সোনিয়া। স্বামীর বাড়িতে অবস্থানের পরপরই কৌশলে বাড়ি থেকে পালিয়ে গেছে স্বামী উজ্জ্বল।

 

সোনিয়া বলেন, ওই এলাকার হাফিজুল ইসলামের ছেলে আল-আমিন মন্ডল উজ্জ্বল তাকে চার বছর আগে বিয়ে করে তার বাবার বাড়িতে ঘর সংসার করেন। গত কয়েক মাস ভরণ-পোষণ করছেনা আমি কোথাও চাকরিও করতে চাই করতে দিচ্ছে না। বিভিন্ন সময় রাস্তাঘাটে মারধর করে এবং স্ত্রী হিসেবেও অস্বীকার করেন। তাই স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে তার বাড়িতে এসেছি। স্ত্রী হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনেই অবস্থান করবেন।

 

এ বিষয়ে আল-আমিন মন্ডল উজ্জ্বল মুঠোফোনে জানান, তাকে রাজনৈতিক ভাবে তাকে ফাঁসানো হচ্ছে। সে এই বিষয়ে নিউজ প্রকাশ করলে দেখে নেওয়ার হুমকি দেন।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, অনশনের বিষয়টি আমার জানা নেই আমি খবর নিচ্ছি।

 

আরও খবর

Sponsered content