সারাদেশ

চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক পরিচয়ধারী গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক পরিচয়ধারী গ্রেপ্তার

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে দুই সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

 

পুলিশ জানায়, ধরলা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ করছে এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

গ্রেপ্তাররা গত ২২ জানুয়ারি প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার জাহিদুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাব-ঠিকাদারকে মারধর করে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

 

এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

 

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আরও খবর

Sponsered content