স্বাস্থ্য

রোজা রেখে মুখে দুর্গন্ধ হলে কী করবেন?

রমজান মাসে দীর্ঘসময় না খেয়ে থাকা হয়। তাই কম বেশি সবার মুখে এসময় দুর্গন্ধ হয়। শরীরে পানিশূন্যতার ফলে এমনটা হয়। মুখে দুর্গন্ধ হলে অনেক সময় তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটি আপনার কিংবা আপনার আশেপাশের মানুষের জন্য সুখকর নয়। চলুন জেনে নিই রোজা রেখে মুখ কীভাবে দুর্গন্ধ মুক্ত রাখবেন

 

১. সেহরির পরে ভালো করে দাঁত ব্রাশ করুন। ব্রাশ করলেই দাঁতের প্রায় ৬০ শতাংশই পরিষ্কার হয়। এরপর ভালো করে কুলি করে নিন। তাহলে এর থেকে সমাধান পাওয়া যাবে। এবং ক্লান্তিও কিছুটা কমবে।

 

২. খাবারের অবশিষ্টাংশ দাঁতের গোড়ায় আটকে থেকে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। এজন্য ফ্লস ব্যবহার করুন।

 

৩. অনেকেই জিহ্বা পরিষ্কার করেন না। এর ফলেও কিন্তু মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। রমজান মাসে প্রতিদিন জিহ্বা পরিষ্কার করাটা জরুরি।

 

৪. সেহরির আগে ঘুমানোর আগে মুখে মেন্থল গাম ব্যবহার করতে পারেন।

 

৫. তাছাড়া গোলাপ জল দিয়ে গার্গল করলেও এ সমস্যা দূর হবে।

 

৬. সেহরিতে খুব বেশি দুগ্ধজাত খাবার খেলেও মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে।

 

৭. ধূমপান করলেও এটা হয়।

 

৮. পুদিনা পাতাকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা যায়। কারণ অল্প সময়ের মধ্যে এটি মুখের দুর্গন্ধ দূর করে। তাই মুখে দুর্গন্ধ হলে ইফতারের পর ২-৩টি পুদিনা পাতা নিয়ে চিবোতে থাকুন।

 

৯. পাশাপাশি খেতে পারেন পুদিনা পাতার শরবত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য প্রায়ই পুদিনা পাতার কথা বলেন।

 

আরও খবর

Sponsered content