বিনোদন

কুড়িগ্রামের ফেরদৌসী লড়ছেন সেমি-ফাইনালে

কুড়িগ্রামের ফেরদৌসী লড়ছেন সেমি-ফাইনালে

গানের রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’। কিছু দিন আগে শুরু হয়েছে এবারের আসর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে এ আসরের সেমি-ফাইনাল পর্ব। এ মঞ্চে লড়বেন কুড়িগ্রামের মেয়ে ফেরদৌসী।

 

দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগীর মধ্যে সেমি-ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩ জন। ইজাজ খান স্বপন পরিচালিত চ্যানেল আই সেরা কণ্ঠের সেমি-ফাইনাল পর্ব প্রচারের পর, ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে প্রতিযোগীকে ভোট করা যাবে।

 

কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটো রিকশা চালক মো. কুদ্দুস আলীর বড় মেয়ে ফেরদৌসী। তার মা গৃহিনী মজিরন বেগম। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক ফেরদৌসীর। ৭ বছর বয়সে ব্র্যাক স্কুলে পড়ার সময় সংগীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন শুরু করেন।

 

পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন। শৈশব থেকে লোকসংগীতের শিল্পী হলেও সব ধরনের গান গেয়ে থাকেন তিনি।

 

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন ফেরদৌসী। সেই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সঙ্গে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন।

 

বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিক-এর লোকসংগীত বিভাগে পড়াশোনা করছেন। পাশাপাশি বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকাভুক্ত শিল্পী।

 

তার দরিদ্র পিতা মো. কুদ্দুস আলী ফেরদৌসীর সাফল্যে বেশ খুশি। তিনি বলেন, ‘আমার মেয়েকে এখন চ্যানেল আই-এর মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তার অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে।

 

এটা আমাকে পিতা হিসেবে অনেক গর্বিত করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাকে এসএমএস করার জন্য অনুরোধ করছি।

 

বড় সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন ফেরদৌসী। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীতশিল্পী হওয়ার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ আমাকে একটি বিশেষ প্ল্যাটফর্ম করে দিয়েছে।

 

সেই সঙ্গে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানাভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি কাঙ্ক্ষিত স্বপ্ন অর্জন করতে পারব।

 

কুড়িগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিকজন এবং তৃণমূলের লোকগানের সংগীতশিল্পী ফেরদৌসীকে এসএমএস করার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content