পরবাস

জার্মানিতে নাগরিকত্ব সহজ করছে সরকার

জার্মানিতে নাগরিকত্ব সহজ করছে সরকার

জার্মান নাগরিকত্ব পাওয়ার পথকে আরো সহজ করতে যাচ্ছে দেশটির সরকার। বুধবার এ বিষয়ক একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জার্মান মন্ত্রিসভা।

 

অর্থনৈতিক ও গণতান্ত্রিকভাবে যেসব অভিবাসীরা জার্মান সমাজে একীভূত হতে পারবেন, তাদের দ্রুত সময়ে জার্মান পাসপোর্ট দিতে চায় চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জার্মান সরকার।

 

নাগরিকত্ব আইনের খসড়া সম্পর্কে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, মন্ত্রিসভা অনুমোদিত এ আইন অনুযায়ী, যারা ইহুদি বিরোধী এবং বর্ণবাদের মতো অপরাধ করেছেন, তাদের এ সুযোগ দেওয়া হবে না।

 

খসড়া আইনটিকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার চাবিকাঠি হিসেবে আখ্যায়িত করেছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার।

 

মন্ত্রিসভায় ফেজারের নিয়ে আসা খসড়া আইনটিতে একাধিক নাগরিকত্বকেও অনুমোদন দেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্তটি জার্মান নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করে।

 

গত বছর বিশ্বের ১৭১টি দেশের এক লাখ ৬৮ হাজার ৫৪৫ জন বিদেশি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন। ২০২২ সালে নাগরিকত্ব পাওয়ার বিদেশিদের সংখ্যা তার আগের বছরের অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২৮ ভাগ বেশি।

আরও খবর

Sponsered content