খেলাধুলা

বিসিবি ছাড়ছেন না পাপন

বিসিবি ছাড়ছেন না পাপন

নাজমুল হাসান যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর থেকে সবার কৌতূহল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে তিনি থাকবেন কি না।

 

নাজমুল বারবার বলেছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির দায়িত্ব ছাড়বেন তিনি।

 

কিন্তু তার অনুগত পরিচালকরা চান না এখনই বিসিবি থেকে সরে যান তিনি।

 

বর্তমান কমিটির হাতে অনেক কার্যক্রম ঝুলে আছে। তাই মেয়াদ শেষ হওয়ার আগে বিসিবির পদ ছাড়ছেন না নাজমুল।

 

বিসিবির একটি সূত্র বিষয়টি জানিয়েছে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৫ অক্টোবর।

 

এরপর নতুন কমিটি নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে। তার আগেই চলমান কার্যক্রমগুলো শেষ করতে চায় এই কমিটি।

 

এছাড়া নাজমুল আইসিসির বিভিন্ন দায়িত্বে থাকায় সেটাও বিবেচনা করতে হচ্ছে। পরিচালকদের চাপাচাপিতেই মূলত বিসিবির সভাপতি পদে থেকে যেতে হচ্ছে নাজমুলকে।

 

আরও খবর

Sponsered content