খেলাধুলা

চোখের সমস্যায় বিপিএলের ঢাকা পর্বে খেলা হচ্ছে না সাকিবের

চোখের সমস্যায় বিপিএলের ঢাকা পর্বে খেলা হচ্ছে না সাকিবের

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চোখের সমস্যা নিয়ে খেলেছিলেন তিনি। বৈশ্বিক টুর্নামেন্ট শেষে চোখের চিকিৎসা নেন বাংলাদেশি অলরাউন্ডার। চলমান বিপিএলের অনুশীলনেও চশমা চোখে দেখা গেছে সাকিববে। খেলার মাঠেও এর প্রভাব পড়েছে।

 

গতকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন সাকিব। পরে অবশ্য বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। কিন্তু ম্যাচটা রংপুর হেরে গেছে ৫ উইকেটে। ম্যাচ শেষে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, চোখের সমস্যা আবারও ফিরে এসেছে সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিতে আজ রোববার সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিবেন সাকিব। এ কারণে বিপিএলে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো খেলা হবে না বাংলাদেশি অলরাউন্ডারের।

 

রাইডাসের্র প্রধান নির্বাহী কর্মকতা ইশতিয়াক সিদ্দীক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছেন, সাকিবের চোখের অবস্থার অগ্রগতি সাপেক্ষে তাঁকে বিপিএলের সিলেট পর্ব থেকে পাওয়ার আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। সে (সাকিব) আজ (রোববার) সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। চোখের সমস্যা সেরে উঠলে তাঁকে আমরা সিলেট পর্ব থেকে পাওয়ার আশা করছি। যদি তাঁকে না পাওয়া যায়, আমাদের যারা আছে, তাদের নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

 

গতকাল রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সাকিবের চোখের সমস্যার কথা জানিয়েছিলেন সোহান। রাইডার্স অধিনায়ক বরিশাল ম্যাচের পর বলেছিলেন, ‘তিনি (সাকিব) মাঝে মধ্যে চোখের সমস্যায় ভুগছেন। আমার মনে হয় চিনি সবসময় চোখের চিকিৎসা নিচ্ছেন। কেবল ডাক্তাররাই বলতে পারবেন, সমস্যা কোন পর্যায়ে।

 

সাকিবের চোখের সমস্যা এবারই প্রথম নয়। কয়েকদিন আগে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পুরোটা সময় চোখের সমস্যা নিয়ে খেলেছেন। সে সময় ভারতে চোখের চিকিৎসকও দেখিয়েছিলেন সাকিব। সম্প্রতি উন্নত চিকিৎসা নিতে লন্ডনেও গিয়েছিলেন তিনি। এবার উড়াল দিচ্ছেন সিঙ্গাপুরে।

 

ঢাকা পর্বের পরের ম্যাচে আগামী মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে রাইডার্সরা। এ ম্যাচে সাকিবকে পাবে না উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২৬ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে রাইডার্সের ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব শুরু হবে। সে ম্যাচে সাকিবকে পাওয়ার প্রত্যাশা করছে দলটি। কিন্তু এটা নির্ভর করছে সাকিবের সেরে ওঠার ওপর।

 

আরও খবর

Sponsered content