সারাদেশ

বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে

বস্তির আগুন দুর্ঘটনা না নাশকতা, খতিয়ে দেখা হবে

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লা বস্তিতে আগুনের ঘটনায় পুড়ে গেছে প্রায় তিন শ ঘর। আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। আজ শনিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

 

তিনি বলেন, আগুনের কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা তা তদন্ত করা হবে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

 

হাবিবুর রহমান বলেন, বস্তি থেকে বের হওয়ার রাস্তা সংকীর্ণ থাকায় বেশ কয়েকজন আহত হন। আগুনে পুড়ে মারা যাওয়া দুজনের পরিচয় সনাক্ত হয়নি। এই দুজনই নিখোঁজ হওয়া দুজনই হতে পারেন, তা ফরেনসিক রিপোর্ট পেলে জানা যাবে।

 

কমিশনার বলেন, বস্তিটি একজনের মালিকানাধীন। তিনিই ঘর করে এখানে ভাড়া দিতেন। মালিক এবং বস্তিবাসীর সঙ্গে কথা হয়েছে। আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও খবর

Sponsered content