রাজনীতি

আওয়ামী সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই বললেন মান্না

আওয়ামী সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই বললেন মান্না

আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

 

বলেন,তারা মৃত্যুর উপর দাঁড়িয়ে রসিকতা ছাড়া আর কিছুই করতে পারে না।

 

শনিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।

 

এসময় মান্না বলেন, সরকার ব্যাংক ডাকাত আর টাকা পাচারকারীদের মদদ দেয় বলেই দেশের নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে।

 

বাণিজ্যমন্ত্রী বার বার সিন্ডিকেট বন্ধের কথা বললেও কাজের কাজ কিছুই করতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।

 

মান্না আরও বলেন, অল্প কয়েকজন সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। সরকারের মদদপুষ্ট কিছু লোক বিদেশে টাকা পাচার করছে।

 

সরকারি নিপীড়নের বিরুদ্ধে জনগণ রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি দেন মান্না।

 

আরও খবর

Sponsered content