সারাদেশ

খাগড়াছড়ির ১৯ কেন্দ্রে একটিও ভোট পড়েনি

খাগড়াছড়ির ১৯ কেন্দ্রে একটিও ভোট পড়েনি

খাগড়াছড়ি-২৯৮ আসনে পানছড়ি, লক্ষ্মীছড়ি ও দীঘিনালা এই তিন উপজেলার ১৯টি কেন্দ্রে ভোট দেননি কোনো ভোটার। শূন্য ভোটকেন্দ্রের মধ্যে পানছড়িতে রয়েছে ১১টি, লক্ষ্মীছড়িতে ৫টি এবং দীঘিনালায় ৩টি। এদিকে পানছড়ির দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন ভোটার ভোট দিয়েছেন। এটি ১২ নম্বর কেন্দ্র। রোববার ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়।

 

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকতা অঞ্জন দাশ বলেন, লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শানি্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কষ্টিমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোটার ভোট দেননি। দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন ভোট দিয়েছেন।

 

ভোটশূন্য হওয়ার পর ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘ভোট বর্জন কর্মসূচি’কে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। তবে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, নির্বাচনের ওপরে মানুষের কোনো আস্থা নেই। তাই ভোটাররা ভোট না দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

 

আরও খবর

Sponsered content