সারাদেশ

গাজীপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

গাজীপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিমের মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল করিমের মৃত্যু হয়।

 

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আব্দুল করিমের (৬০) বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামে। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।

 

জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. হেলাল মিয়া জানান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম শনিবার রাতেই ভোটকেন্দ্রের কাজে যোগ দেন। রাত ১২টা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করছিলেন।

 

বোর্ডবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন শেষে ভোটের দিন রোববার সকাল সোয়া ৭টার দিকে বাহিরে নাশতা সেরে ভোটকেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

এ বিষয়ে গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আব্দুল করিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুল করিমকে হাসপাতালে আনার আনার আগেই তিনি মারা যান।

 

আরও খবর

Sponsered content