সারাদেশ

কুমিল্লায় নৌকায় প্রকাশ্যে সিল মারা নিয়ে হট্টগোল

কুমিল্লায় নৌকায় প্রকাশ্যে সিল মারা নিয়ে হট্টগোল

কুমিল্লা- ৪ আসনের দেবিদ্বারের গুনাইঘর ইউনিয়নের পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকার সিলমারার ঘটনা ঘটেছে। এতে ওই আসনের অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে নৌকা ও দায়িত্বরতদের হট্টগোল বেধে যায়।

 

জানা গেছে, ওই কেন্দ্রটি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নিয়ন্ত্রণে থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া, কুমিল্লা-৬ আসনেও ঘটেছে হট্টগোল।

 

জানা গেছে, পাচথুবী ইউনিয়নের বন্দীশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। এর প্রতিবাদ জানান সীমা। এ সময় নৌকার সমর্থক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাহলুল ও তার লোকজন চড়াও হয় তার ওপর। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে প্রশাসনের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

আরও খবর

Sponsered content