রাজনীতি

৭১তম জন্মদিনের কেক কাটলেন ওবায়দুল কাদের

৭১তম জন্মদিনের কেক কাটলেন ওবায়দুল কাদের

ফেনীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কেক কেটে নিজের ৭১তম জন্মদিন উদযাপন করেছেন। সোমবার (০১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের প্রথম দিন সকালে জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি।

 

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

 

গত তিন দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ নিজ নির্বাচনী এলাকায় প্রচার শেষে ৩১ ডিসেম্বর রবিবার ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের দক্ষিণ সহদেবপুরে নতুন বাড়িতে রাতযাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানেই জন্মদিন পালন করেন ওবায়দুল কাদের।

 

ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ওবায়দুল কাদেরের জন্মদিন পালনের তথ্য নিশ্চিত করে জানান, এ বিশেষ দিনে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

 

আরও খবর

Sponsered content