Uncategorized

ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে : সাদ্দাম

ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে : সাদ্দাম

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কেউ যেন বাংলাদেশের মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখতে না পারে। এর জন্য আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। কারণ ভোট আমাদের নাগরিক অধিকার, ভোট আমাদের মৌলিক অধিকার। ছাত্রলীগকে সজাগ থাকতে হবে, এক সাথে কাজ করতে হবে।

 

এই ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ছাত্রলীগের লড়াই দুটো। ৭ জানুয়ারি যেমন নৌকার পক্ষে নিরুঙ্কুশ ব্যালট বিপ্লব হবে, একই সাথে গণতন্ত্রের পক্ষে ব্যালট বিপ্লব হবে। গণতন্ত্রের শত্রু, আগুনসন্ত্রাসের হোতা ও বিদেশি দালালদের পরাজিত করে আমরা নৌকাকে বিজয়ী করব।

 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হাবিব খান মানিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।

 

আরও খবর

Sponsered content