সারাদেশ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় জামালপুর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় জামালপুর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুকে প্রধান আসামি করে ২৫ জনের নামোল্লেখ করে আরও ২০-৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরের জাকির হোসেন নামে নৌকা মার্কার এক সমর্থক এ মামলা দায়ের করেন। মামলার বাদী জাকির হোসেন কালবেলাকে জানান, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই বুধবার নৌকার প্রচার কেন্দ্রে এবং কর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করেন।

 

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর প্রধান নির্বাচনী এজেন্ট ও সমন্বয়কারীসহ ২৫ জনের নামে মামলার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু বলেন, বিএনপি কর্মী আর নৌকার সমর্থকদের মধ্যে আঞ্চলিক একটা মারামারির ঘটনায় আমাকেসহ স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর নির্বাচনী কর্মকর্তা ও কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী রেজানুর ঈগলের বিজয় নিশ্চিত জেনে তারা হতবিহ্বল হয়ে পড়েছে। এ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

 

জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির কালবেলাকে জানান, বুধবার উপজেলার শাহবাজপুরে নৌকা মার্কার ছয় কর্মী আহত হওয়ার ঘটনায় একটা মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে।

 

এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে নৌকার প্রচার কেন্দ্রে হামলা করে স্থানীয় কয়েক যুবক এসময় নৌকার কর্মী হিসেবে পরিচিত ছয়জন আহত হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা একই এলাকার বিএনপি কর্মী হিসেবে পরিচিত।

 

আরও খবর

Sponsered content