সারাদেশ

দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ফাঁকা গাবতলী

দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ফাঁকা গাবতলী

বিএনপি-জামায়াত ঘোষিত দেশজুড়ে অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীর কোন চাপ নেই। যদিও গাবতলী এলাকায় গণপরিবহনগুলোকে স্বাভাবিক গতিতেই চলাচল করতে দেখা যায়। তবে অবরোধ আতঙ্কে সড়কে যান চলাচল কম। যে কারণে পুরো এলাকা অনেকটাই ফাঁকা।

 

এছাড়া অবরোধের প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস। বুধবার (১ নভেম্বর) ভোরে গাবতলী মোড় ও বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়। অবরোধের দ্বিতীয় দিনে ভোর থেকেই সড়কে চলাচল করছে গণপরিবহন। এ ছাড়া রাস্তায় বের হওয়া যাত্রীরা স্বাভাবিক দিনের মতোই বাসে চড়তে পারছেন। তবে যান চলাচল ও যাত্রী সংখ্যাও কম।

 

এদিকে ঢাকার অভ্যন্তরে গণপরিবহণ চললেও গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। অধিকাংশ বাসের টিকিট কাউন্টার বন্ধ। এছাড়া অবরোধের কারণে টার্মিনালে যাত্রীর সংখ্যাও নেই বললেই চলে। বাস টার্মিনালে কর্মরতরা বলছেন, অবরোধের আতঙ্কেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। যার কারণে যাত্রীদের সংখ্যাও অনেক কম।

 

আরও খবর

Sponsered content