খেলাধুলা

নিউজিল্যান্ডের ১ রানে ৩ উইকেট ফেলল বাংলাদেশ

নিউজিল্যান্ডের ১ রানে ৩ উইকেট ফেলল বাংলাদেশ

নেপিয়ারের ম্যাকলিন পার্কে কদিন আগে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেটা ছিল ওয়ানডে সংস্করণে। তারই রেশ যেন আজ টেনে এনেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের আগুনে বোলিংয়ে ধুঁকছে নিউজিল্যান্ড।

 

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন শেখ মেহেদি হাসান। প্রথম বলে ফিন অ্যালেন সিঙ্গেল নিয়েছেন। এরপর টানা দুই বল ডট দিয়ে চতুর্থ বলে উইকেট তুলে নিয়েছেন মেহেদি। ব্যাকফুটে শট খেলতে দিয়ে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সাইফার্ট। প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১ উইকেটে ১ রান।

 

প্রথম ওভারের ধারাবাহিকতা ধরে রেখেছে দ্বিতীয় ওভারেও। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে কাভার ড্রাইভ করতে যান অ্যালেন। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সৌম্য সরকার। ঠিক তার পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবিডব্লুর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পর তা দেখে আম্পায়ার আউট দিয়েছেন। শরীফুল টানা দুই বলে ২ উইকেট নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ৩ উইকেটে ১ রান।

 

হ্যাটট্রিক করার সম্ভাবনাও জাগিয়েছিলেন শরীফুল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শরীফুল ইয়র্কার করেন মার্ক চ্যাপম্যানকে। তবে তা লেগ সাইডের অনেক বাইরে হওয়ায় আম্পায়ার আউট দেননি। বাংলাদেশও রিভিউ নেয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ৩ উইকেটে ১৮ রান। ড্যারিল মিচেল ১২ বলে ১৩ রানে ব্যাটিং করছেন। চ্যাপম্যান অপরাজিত আছেন ৩ রানে।