বিনোদন

হিরো আলমের প্রতিবাদ এ আর রহমানের ‘জয় হো’ গেয়ে

হিরো আলমের প্রতিবাদ এ আর রহমানের ‘জয় হো’ গেয়ে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘পিপ্পা’ সিনেমায় এ আর রহমানের সুরে কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানটি বিকৃত করায় কয়েকদিন ধরেই বেশ উত্তাল সোশ্যাল মিডিয়া। এ নিয়ে প্রতিবাদ করছেন দুই বাংলার শিল্পীরাও।

 

তবে অন্যরকম প্রতিবাদ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আশরাফুল আলম ওরফে হিরো আলম। যে গানের মাধ্যমে অস্কার জিতেছিলেন এ আর রহমান, সেই ‘জয় হো’ গানটি গেয়ে প্রতিবাদ করলেন তিনি।

 

সোমবার (১৩ নভেম্বর) রাতে হিরো আলম ‘জয় হো’ গানটি গেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তার জয় হো গান গাইলাম আমি হিরো আলম।

 

এদিকে সংবাদমাধ্যমকে এসম্পর্কে আশরাফুল আলম বলেন, ‘আমাদের দেশের গানকে নষ্ট করে দিয়েছে উনি। তাই প্রতিবাদ হিসেবে গানটা গাইলাম। এই গান আমি পুরোটা ছাড়ি নাই। আজকে ছাড়বো। সুর নষ্ট করে গাইলে কেমন লাগে সেটা বুঝবে এ আর রহমান।

 

মঙ্গলবার বিকেলে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে বলে জানালেন সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হিরো আলম।