জাতীয়

আলুর দাম স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর লাগবে বললেন কৃষিমন্ত্রী

আলুর দাম স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর লাগবে বললেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আলুর আমদানির অনুমতি ইতোমধ্যে দেয়া হয়েছে। আশা করি দাম কমে আসবে। তবে স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর সময় লাগবে।

 

সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি অভিযোগ করেন, কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে আলু দাম বাড়াচ্ছে।

 

কৃষিমন্ত্রী বলেন, আলুর অস্বাভাবিক দাম কোনক্রমেই গ্রহণযোগ্য না। যে পরিমাণ আলু মজুদ আছে তাতে দাম এত হবার কথা না। কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে।

 

তিনি আরও বলেন, গত বছর চাষিরা দাম পায় নাই। ব্যবসায়ীরাও লাভ করতে পারে নাই।

 

তাই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগ্রাসী মনোভাব নিয়ে দাম বাড়াচ্ছে। কোন ক্রমেই ৪০ থেকে ৪৫ টাকা আলুর কেজি হবার কথা না।

 

আরও খবর

Sponsered content