সারাদেশ

খুন করে সবার সামনে লাশ মাঠে ফেলে রেখে গেল সন্ত্রাসীরা

খুন করে সবার সামনে লাশ মাঠে ফেলে রেখে গেল সন্ত্রাসীরা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবায়রা ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক মৎস্য ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁদপুর গ্রামের মৃত আ. জলিলের ছেলে আমিরুল ইসলাম নান্নু (৫০)।

 

সরজমিন গিয়ে জানা যায়, নান্নু ইফতারি করে প্রতিদিনের ন্যায় তার নিজের মৎস্য খামারের উদ্দেশে রওনা দিয়ে খামারের কাছাকাছি পৌঁছালে রাস্তা থেকে তাকে পাশের একটি বাড়ির মধ্যে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা‌।

 

নিহতের বোনের দাবি, আমার ছোট ভাইয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হত্যাকারীরা তাদের সরিয়ে লাশ মাঠে ফেলে চলে যায়।

 

কুমারখালী থানার ওসি রকিবুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি দাসসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। হত্যাকারীদের কয়েক জনের নাম পেয়েছি। তবে গ্রেপ্তারের স্বার্থে তা প্রকাশ করছি না। আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

আরও খবর

Sponsered content