জাতীয়

জঙ্গিবাদ রোধে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

জঙ্গিবাদ রোধে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

জঙ্গিবাদ রোধে প্রকৃত ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে মসজিদের ইমামসহ আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে পূর্বাচলে ইমাম সম্মেলন ও মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

 

এ সময় সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ বজায় রাখতে আলেম-ওলামাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বাংলাদেশ সব সময় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেলজিয়ামের সম্মেলনে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রী এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান। পরে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের এ অনুষ্ঠানে যোগ দেন সফররত সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববির ইমাম শেখ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াজান। সারা দেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে যোগ দিয়েছেন।

 

আরও খবর

Sponsered content