জাতীয়

ভুলবশত চিনির দাম বাড়ানো হয়েছিল বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

ভুলবশত চিনির দাম বাড়ানো হয়েছিল বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভুলবশত চিনির দাম বাড়ানো হয়েছিল। রমজানে সাধারণ মানুষের কথা চিন্তা করে দাম কমানো হয়েছে। টিসিবি ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে।

 

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

 

দেশে যে পরিমাণ চিনি মজুত আছে, তাতে বাজারে চিনির কোনো সংকট হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি লোককে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।

 

টিসিবির সেবাগ্রহণকারী গ্রাহকদের তথ্য আবার যাচাইবাছাই করে ডিজিটাল কার্ড দেওয়া হচ্ছে।

 

টিসিবির পণ্য কিনতে গ্রাহকদের ভোগান্তি কমাতে টিসিবির ডিলারশিপের দোকানগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

আরও খবর

Sponsered content