সারাদেশ

স্বর্ণের বারসহ পাচারকারী আটক চুয়াডাঙ্গায়

স্বর্ণের বারসহ পাচারকারী আটক চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ রাজ্জাক আলী (৪৯) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

 

রবিবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্ত এলাকা থেকে রাজ্জাক আলী নামে এক ব্যক্তিকে স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলো তার জুতার ভেতরে লুকিয়ে রাখা ছিল। ৭০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের দাম আনুমানিক ৬১ লাখ ৭০ হাজার টাকা।

 

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বিজিবির একটি টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৩ মেইন পিলারের ৭ সাব পিলারের কাছে জাহাজপোতা গ্রাম নামক স্থানে ওঁৎ পেতে ছিল। এ সময় এক ব্যক্তিকে ওই পথে মোটরসাইকেল যোগে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে। লোকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে। এ সময় তার শরীর তল্লাশি করে জুতার মধ্যে বিশেষ পদ্ধতিতে আটকে রাখা ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক রাজ্জাক আলী দামুড়হুদার মুন্সীপুর গ্রামের হোসেন আলীর ছেলে।

 

অতিরিক্ত পরিচালক আরও জানান, রাজ্জাক আলীর কাছ থেকে পাওয়া স্বর্ণ, মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content