সারাদেশ

হবিগঞ্জের কৃষকরা ড্রাগন চাষে স্বপ্ন দেখছেন

হবিগঞ্জের কৃষকরা ড্রাগন চাষে স্বপ্ন দেখছেন

আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হয়েছে। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে ড্রাগন ফলের চাষ করবেন বলেও জানান স্থানীয় কৃষকরা। ড্রাগন চাষে স্বপ্ন দেখছেন হবিগঞ্জের কৃষকরা। হবিগঞ্জ জেলার বাহুবলের কৃষকরাও শুরু করেছেন ড্রাগন ফলের চাষ।

 

স্থানীয় ড্রাগন চাষিরা জানান, সরকারিভাবে কৃষকদেরকে চারা, চাষ পদ্ধতি ও প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতা করা হলে অধিক ফলনের পাশাপাশি কৃষকরা লাভবান হতে পারবেন। বাহুবল উপজেলায় গত দেড় বছরে ড্রাগন ফলের চাষ বেড়েছে কয়েকগুণ। চাষের উপযোগী মাটি ও লাভজনক হওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই।

 

ড্রাগন চাষি আব্দুল্লাহ বলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তার পরামর্শে উত্তরবঙ্গ থেকে ১০৪ টি চারা এনে ১৫ শতাংশ জমিতে ড্রাগনের চাষ শুরু করেন তিনি। এবার ১০ থেকে ১৫ কেজি করে ড্রাগন ফল ধরেছে। ২০০ টাকা কেজি ধরে সেই ফল ক্ষেত থেকেই কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা।

 

বাহুবল উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, এ উপজেলার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য খুবই উপযোগী। বর্তমানে চাষিদেরকে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। শুরুর দিকে একজন কৃষককে চারা সংগ্রহ করে দিয়েছিলাম।

 

আরও খবর

Sponsered content