বিনোদন

ছেলের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস নুসরাতের

ছেলের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস নুসরাতের

অভিনেত্রী নুসরাত জাহানের ছেলে ঈশানের বয়স দুই বছর হয়ে গেছে। ২০২১ সালের ২৬ আগস্ট জন্ম হয় ঈশানের।  ছেলের জন্মদিনের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন পোস্ট।

এদিকে নিখিল জৈনের সঙ্গে নুসরাতের বিচ্ছেদের পর তার সন্তানের বাবা কে? এ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। জানা যায়— যশ দাশগুপ্তের নাম। পরে যখন ঈশানের নাম নথিভুক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান নুসরাত, তখন সব জল্পনার অবসান হয়।

বর্তমানে নুসরাত-যশ একসঙ্গেই থাকছেন। প্রতিদিন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন। মাঝেমধ্যে ছেলের ছবি শেয়ার করেন। ছেলের জন্মদিন নিয়ে কেকের ছবিও শেয়ার করেছেন।

ছবিতে দেখা গেছে, ‘জঙ্গলবুক’-এর থিমে সাজানো হয়েছে কেক। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ঈশানের দুই বছর। আপনাদের আশীর্বাদ চাই।’

আরও খবর

Sponsered content