বিনোদন

জেমসকে কাছে পেয়ে কী বললেন রূপম ইসলাম

জেমসকে কাছে পেয়ে কী বললেন রূপম ইসলাম

বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী ছাড়াও অন্য সব ভাষার শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের জেমস। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় একটি কনসার্টে গিয়েছিলেন তিনি। একই অনুষ্ঠানে পরিবেশনা করেছেন স্থানীয় ব্যান্ড ফসিলস। আর সংগীতের উজ্জ্বল নক্ষত্র জেমসে মুগ্ধতার কথা জানালেন ফসিলসের ভোকাল রূপম ইসলাম।

 

কলকাতার কনসার্টে নগর বাউলের সঙ্গে দেখা গেছে সংগীতশিল্পী রূপমকে।

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে জেমসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে গায়ক লিখেছেন, ‘গতকালের সন্ধে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।

জনপ্রিয় তারকা জেমসের সঙ্গে তোলা ছবিটি সোশ্যালে সংগীতশিল্পী রূপম পোস্ট করার পরই তা ছড়িয়ে পড়ে দ্রুত।

ছবিটিতে নানা ধরনের মন্তব্য করছেন দুই বাংলার সংগীত প্রেমরীরা। দুই তারকাকে একসঙ্গে দেখে প্রশংসামূলক মন্তব্যও করছেন অনেকেই।

এবার প্রায় পাঁচ বছর পর কলকাতায় গাইতে গিয়েছেন জেমস। গত ৩ মার্চ সেখানকার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পারফর্ম করলেন তিনি। তার সুরেলা কণ্ঠের গানে গলা মেলালেন কলকাতাবাসী।

‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক কনসার্টে গান করেছেন জেমস। সেখানেই দেখা হয় রূপম ইসলামের।

তিনিও পারফর্ম করেছেন এই আয়োজনে। তবে এবারই প্রথম নয়। এর আগেও জেমসের সঙ্গে একবার গান করেছিলেন তিনি।

এ আয়োজনে বাংলা গান ছাড়াও হিন্দি গান গেয়েছেন জেমস। এক সময় অবশ্য বলিউডেও গাইতেন তিনি।

‘ভিগি ভিগি’, ‘আলবিদা’ কিংবা ‘চাল চালে’র মতো জনপ্রিয় হিন্দি গান শ্রোতাদের উপহার দিয়েছেন নগর বাউল খ্যাত এই তারকা।