রাজনীতি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই খালেদা জিয়ার চিকিৎসায়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই খালেদা জিয়ার চিকিৎসায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে না করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় নেতিবাচক জবাব দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই।

 

সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এর আগে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, ‘বিদেশে চিকিৎসা নিতে হলে আগে তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে।

 

পরে আইনমন্ত্রী বলেন, ‘৪০১ ধারা অনুযায়ী যদি কোনো সরকার নির্বাহী আদেশ দেন, তবে সেটা আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে তাকে আবার জেলে যেতে হবে। তারপর আদালতে আবেদন করতে হবে।

আরও খবর

Sponsered content