সারাদেশ

প্লাস্টিকের বস্তায় মিলল ফুটফুটে শিশু নদীর পাড়ে

প্লাস্টিকের বস্তায় মিলল ফুটফুটে শিশু নদীর পাড়ে

কুমিল্লা চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড়ে সাদা প্লাস্টিকের বস্তায় হলুদ কম্বল মোড়ানো ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকার কলাবাগান বাজারে কাকড়ি নদীড় পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুরিপানা সংগ্রহ করতে যায়। সেখানে শিশুটির কান্নার শব্দ শুনতে পেলে সামনে গিয়ে একটি সাদা বস্তা দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছে স্থায়ীয়রা।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর এলাকার সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শিশুটি নবজাতক তাই তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে সাময়িকভাবে রাখা হয়েছে। আগামীকাল রবিবার আমরা সমাজ সেবা কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

আরও খবর

Sponsered content