সারাদেশ

কাপড়ের রং মিশিয়ে মজাদার জুস তৈরি, লাখ টাকা জরিমানা

মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কাপড়ে ব্যবহারের রং মিশিয়ে আম ও লিচুর জুস তৈরি করে বাজারজাত করছিল একটি চক্র। এমন একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে কারাখানাটি বন্ধসহ চক্রের মূলহোতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

গতকাল রোববার (৫ মে) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস।

 

অভিযানে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল জব্বারকে খাদ্যপণ্যে বিষাক্ত রং মেশানোর দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

ইউএনও) মিল্টন বিশ্বাস জানান, ওই কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে আম ও লিচুর ভেজাল জুস তৈরি করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কারখানা বন্ধসহ চক্রের মূলহোতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

আরও খবর

Sponsered content