রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কি আন্দোলন করেছে প্রশ্ন ওবায়দুল কাদেরের

বিএনপি নিজেরাই ভোট ঠেকাতে ব্যর্থ হয়েছে, আন্দোলনে ব্যর্থতার দায় তো সরকার নেবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, আসলে বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসেনি। নির্বাচনে এলে তাদের ভরাডুবি হত। রবিবার (৭ এপ্রিল) এ সব কথা বলেন তিনি।

 

বেগম জিয়ার জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তার মুক্তির জন্য বিএনপি কি আন্দোলন করেছে? প্রশ্ন তার। মুক্তির আন্দোলনে ব্যর্থ বিএনপিই তার শারীরিক অবস্থার জন্য দায়ী।

 

নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি ইস্যু খুঁজে। মিয়ানমারের ইস্যু ব্যর্থ হয়েছে। এই ইস্যুও ব্যর্থ হবে। নতুন করে কুকিচীন ইস্যুতে ভর করেছে বিএনপি। পুরো পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। সরকার এই ইস্যুতে কঠোর।

 

বিএনপির আন্দোলন কবে সেই প্রশ্ন রাখেন তিনি? বিএনপির আন্দোলনের কোনো সক্ষমতা নেই। তারেক রহমানের সৎ সাহস নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

 

উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে জানিয়ে বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

 

আরও খবর

Sponsered content