আইটি বিশ্ব

কেন গুগল কোটির ওপর বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট ব্লক করলো

প্রযুক্তি জায়ান্ট গুগলের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। তবু প্রতিষ্ঠানটি ২০২৩ সালে ১ কোটি ২৭ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট ব্লক করেছে। একই সময়ে ৫৫০ কোটি ডলারের বেশি স্ক্যাম বিজ্ঞাপনও ব্লক করেছে গুগল। গুগলের বার্ষিক বিজ্ঞাপন নিরাপত্তা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। গুগলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের নিয়ম না মানায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে স্ক্যাম ও ম্যালওয়্যার প্রচার করা হয়েছে বলেও দাবি করেছে গুগল।

 

গুগলের অ্যাডস প্রাইভেসি অ্যান্ড সেফটির ভাইস প্রেসিডেন্ট ডানকান লেনক্স বলেন, ‘স্ক্যাম বিজ্ঞাপনের বিরুদ্ধে গুগল বরাবরই সোচ্চার।

 

কিন্তু অপব্যবহারকারীরা এতটাই শক্তিশালী যে, তারা সাধারণ মানুষকে প্রতারণা করতে ডিপফেকের মতো নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে।

 

ডানকান আরও জানান, চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গুগল নির্বাচনী বিজ্ঞাপনদাতাদের পরিচয় যাচাইকরণ ও স্বচ্ছতার ওপর অধিক গুরুত্ব দিয়েছে।

 

এ ছাড়া নির্বাচনী বিজ্ঞাপনের বিধিনিষেধও হালনাগাদ করা হয়েছে।

 

গত বছর গুগল ৫ হাজারের বেশি নতুন নির্বাচনী বিজ্ঞাপনদাতার পরিচয় যাচাই করেছে বলে জানান ডানকান লেনক্স।

 

তিনি বলেন, একই সময়ে নির্বাচনী নীতিমালা লঙ্ঘন করায় গুগলের প্ল্যাটফর্ম থেকে ৭৩ লাখের বেশি নির্বাচনী বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে।

 

আরও খবর

Sponsered content