আইটি বিশ্ব

ট্রাম্পের আপত্তি সত্ত্বেও টিকটক নিষিদ্ধের বিলে সমর্থন রিপাবলিকানদের

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হতে যাচ্ছে আমেরিকায়। চীনা মালিকানাধীন এই অ্যাপ নিষিদ্ধে দেশটিতে একটি বিলের প্রতি সমর্থন বেড়েই চলেছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদে বিলটি নিয়ে আজ বুধবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিল পাসে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরাও।

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগ সত্ত্বেও, এমনটি হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় নেতারা বলছেন, চীনা মালিকানাধীন টিকটক আমেরিকার জাতীয় নিরাপত্তায় ঝুঁকি তৈরি করেছে।

হাউস স্পিকার মাইক জনসন আজ বুধবার বিলটি উত্থাপন করবেন। এরপর বিলের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

বিলটি পাস হলে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে ১৭ কোটি আমেরিকানদের কাছ থেকে ভিডিও অ্যাপটি সরিয়ে নিতে হবে। এজন্য প্রায় ছয় মাস সময় দেওয়া হবে বাইটড্যান্সকে।

এ বিষয়ে টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, টিকটকের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপের মাধ্যমে মার্কিন সরকার ১৭ কোটি আমেরিকানের সাংবিধানিক মত প্রকাশের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এটি লাখ লাখ ব্যবসার ক্ষতি করবে, আর্টিস্ট ও দর্শকদের গুরুত্বকে অস্বীকার করবে এবং সারা দেশে অসংখ্য কনটেন্ট ক্রিয়েটরের জীবিকার পথ বন্ধ করবে।

এমন পরিস্থিতিতে কোম্পানিটি ব্যবহারকারীদের এ ব্যবস্থার বিরোধিতা করতে উৎসাহিত করেছে টিকটক।

বিলটি পাস করার আগে টিকটক ব্যবহারকারীদের অনুরোধ করেছে তারা যেন নিজ নিজ জনপ্রতিনিধিকে কল করে এর বিরোধিতার কথা জানান।

এ লক্ষ্যে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।

আরও খবর

Sponsered content