রাজনীতি

ভারতকে নয়, বিএনপিকে বয়কট করবে দেশের মানুষ বললেন ওবায়দুল কাদের

ভারতকে নয়, বিএনপিকে বয়কট করবে দেশের মানুষ বললেন ওবায়দুল কাদের

বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যেই তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি।

 

শুক্রবার (২২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলে।

 

ভারত বয়কট করে কাদের খুশি করতে চায় বিএনপি? এ বয়কটে সাড়া না দিয়ে দেশের মানুষ বিএনপিকে বয়কট করবে।

জনগণ ও জাতীয় স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনে না এসে ভুল করে দিশেহারা বিএনপি।

 

তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন কাদের।

 

আরও খবর

Sponsered content