সারাদেশ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সালিসে মীমাংসায় আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সালিসে মীমাংসায় আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে চাঞ্চল্যকর বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গ্রাম্য সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে এনায়েতপুর মুদিপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর দুপুরে ভুক্তভোগী নারীকে (২২) উদ্ধার এবং গ্রামের অভিযুক্ত আয়নাল ব্যাপারীকে (৬২) গ্রেপ্তার করে পুলিশ।

 

জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় সে মায়ের সঙ্গে থাকত। মঙ্গলবার ভোরে তার মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে প্রতিবন্ধি ওই তরুণী বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছিল। তখন তাকে ফুসলিয়ে এলাকার হাজী কোরবান তালুকদারের নির্জন বাগানবাড়িতে নিয়ে বৃদ্ধ আয়নাল ব্যাপারী ধর্ষণ করে।

 

পাশে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের কোচিং করানোর সময় বিষয়টি দেখে পাশের লোকজনকে অবহিত করে ঐ ধর্ষককে ধরে ফেলে। পরে ঘটনাটি দ্রুত ধামাচাপা দিতে গ্রামের বাসিন্দা এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চুকে ম্যানেজ করে তার নেতৃত্বে সালিস বৈঠক বসে।

 

তখন গ্রামের মাতব্বর ছানোয়ার হোসেন (ছানু তালুকদার), নুরু মোদীসহ কয়েকজন বসে আহম্মদ মোস্তফা খান বাচ্চু অভিযুক্ত ধর্ষক আয়নাল ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে। এ ছাড়া ভুক্তভোগী নারীকেও থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। তখন ঐ নারী পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু কোনো কথা বলতে রাজি হননি।

 

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণ করে আয়নাল ব্যাপারী।

 

এ ঘটনা ধামাচাপা দিতে এনায়েতুপর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে ৫০ হাজার টাকায় মীমাংসাও করা হয়। খবর পেয়ে আমরা ধর্ষককে আটক করি। তবে ভুক্তভোগী নারীর মামা আইনাল হক থানায় মামলা করেছেন।

 

আরও খবর

Sponsered content