রাজনীতি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা চায় জাসদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা চায় জাসদ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির নেতারা বলেছেন, রমজান মাসের শুরুতেই নিত্যপণের দামে আগুন। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হলেও বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। বাজার সিন্ডিকেটের হোতারা ধরাছোঁয়ার বাইরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

 

রোববার রাজধানীতে জাসদ ও দলের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়।

 

রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে গতকাল জাসদ ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মহানগর পশ্চিম জাসদের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় নেতা শফি উদ্দিন মোল্লা, মহানগর পশ্চিমের নেতা হাসান আলী বাবু, রফিকুল ইসলাম রাজা, পারভেজ আক্তার শিল্পী প্রমুখ।

 

একই দিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করেছে জাতীয় যুব জোট। সংগঠনের সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের পরিচালনায় বক্তব্য দেন যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজম বনি, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, আফজাল হেসেন খান বাচ্চু প্রমুখ।

 

আরও খবর

Sponsered content