সারাদেশ

৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায়, একজনের যাবজ্জীবন

৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায়, একজনের যাবজ্জীবন

ঝিনাইদহের শৈলকূপায় আদর করার ছলে ৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় তরিকুল জোয়ার্দার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ঝিনাইদহের শৈলকূপায় রয়েড়া গ্রামের ভিকটিম (৫) বাড়িতে খেলা করছিল।

 

তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে বেড়াতে আসা তরিকুল জোয়ার্দার শিশুটিকে আদর করার ছলে ঘরে নিয়ে ধর্ষণ করে।

 

শিশুর চিৎকারে লোকজন চলে আসলে তরিকুল পালিয়ে যায়। এরপর শিশুটির মা মামলা করেন।

 

আরও খবর

Sponsered content