সারাদেশ

কিশোরী প্রেমিকাকে অন্তঃসত্ত্বা করে অন্যত্র বিয়ে, প্রেমিক গ্রেপ্তার

কিশোরী প্রেমিকাকে অন্তঃসত্ত্বা করে অন্যত্র বিয়ে, প্রেমিক গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে চলতে থাকা প্রেমের ইতি টেনে প্রতারক প্রেমিক মো. ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) সম্প্রতি অন্যত্র বিয়ে করেছেন। বিয়ের কথা জানতে পেরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে কিশোরী প্রেমিকা (১৭)। পরে মেয়ের অভিযোগের প্রেক্ষিতে নিরুপায় মা বাদি হয়ে বিচারের দাবিতে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করায় গ্রেফতার করা হয় প্রতারক প্রেমিক রুবেলকে।

 

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শনিবার দুপুরের দিকে এ ঘটনায় ২ জনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রুবেল (২১) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।

 

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরীর সাথে গত ৭/৮ মাস যাবত বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে কিশোরী প্রেমিকাকে কৌশলে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সকল সাজানো পরিকল্পনায় তাকে সহযোগিতা করেন মামলার ২নং আসামি জামাল উদ্দিন।

 

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, অভিযোগ পেয়ে ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে চিকিৎসক।

 

তিনি আরো জানান, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণের পাশাপাশি বাড়ি। ফলে গত ৭/৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক রুবেল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে। কিন্তু গেল সপ্তাহে গোপনে ওই প্রেমিক অন্যত্র বিয়ে করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

আরও খবর

Sponsered content