সারাদেশ

বিএনপির ৬৫০ কারামুক্ত নেতাকর্মীকে গণসংবর্ধনা

বিএনপির ৬৫০ কারামুক্ত নেতাকর্মীকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া দলের ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এ আয়োজন আগামীর আন্দোলন আরও গতিশীল করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। শনিবার (২ মার্চ) দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এ সংবর্ধনা দেয়া হয়।

 

জেলা বিএনপি জানায়, ২৮ অক্টোবর সরকার পতনের জন্য ঢাকায় মহাসমাবেশের পর এ সকল নেতাকর্মী কারাবন্দি হয়। তাদের সম্মানিত করতেই এ আয়োজন।

 

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, এ আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়া হচ্ছে।

 

এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্যে বলেন, ‘আগামীতে এ ফ্যাসিস্ট সরকার পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আমরা আর ভয় পাব না।

 

এ সংবর্ধনা তাদের কর্মীদের আন্দোলন সংগ্রামের দিকে আরও উৎসাহিত করবে।

 

সংবর্ধিত হয়ে খুশি কারামুক্ত নেতাকর্মীরা। তাদের দাবি, এ আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান এবং উজ্জীবিত করবে।

 

আরও খবর

Sponsered content