সারাদেশ

ভূট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ, আটক কৃষক

ভূট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ, আটক কৃষক

মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধ আফিম গাছ (পপি) আবাদ করায় নূরুল ইসলাম (৪৫) নামের এক কৃষককে আটক করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূরুল ইসলাম উপজেলার তেওতার পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

 

ডিবি পুলিশ জানান, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার একটি ফসলের মাঠে ভুট্টাখেতের মাঝখানে ৬শতাংশ জমিতে আফিম গাছের আবাদ করেছে একজন কৃষক।

 

এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করা হয় এবং আফিম গাছ আবাদের সত্যতা পাওয়া যায়।

 

পরে রবিবার সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয় এবং কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়।

 

এরপর খেত থেকে আফিম গাছ কেটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

 

জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) রিপন নাগ জানান, আফিম গাছগুলো দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো।

 

অভিযানে কৃষক নূরুল ইসলামের ফসলের খেত থেকে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে নেওয়া হয়েছে। এরমধ্যে অনেক গাছে ফুল ও ফল ধরেছিল।

 

এঘটনায় আটককৃত নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলেও তিনি জানান।

 

আরও খবর

Sponsered content