সারাদেশ

দুই বছরের শিশু কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়েন মা

দুই বছরের শিশু কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়েন মা

ময়মনসিংহে দুই বছরের শিশু কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ে আত্মহত্যা করেছেন মা।

 

রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

এ ঘটনায় একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত নিহত মা-শিশুর পরিচয় জানা যায়নি।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় আসতেই এক অজ্ঞাত নারী তার কোলে থাকা দুই বছরের ছেলে শিশু নিয়ে ট্রেনের নিচে পড়ে যায়।

 

এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও শিশুটি মারা যায়। এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

 

এ সময় একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তার কোলে থাকা শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়ে। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

 

আরও খবর

Sponsered content