জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা রসাটম ডিজির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রসাটম ডিজি সাক্ষাৎ করেন।

 

এ সময় রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

এর আগে বাংলাদেশ আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী বলে রাশিয়াকে জানানো হয়েছিল।

 

বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে রাশিয়া ও রসাটমের কাছে সহযোগিতা কামনা করা হয়।

 

রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী বলেও জানানো হয়।

 

আরও খবর

Sponsered content