সারাদেশ

স্বামীর কবর দেখতে গিয়ে মারা গেলেন স্ত্রী

স্বামীর কবর দেখতে গিয়ে মারা গেলেন স্ত্রী

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখতে যাওয়ার সময় পা পিছলে স্যালো মেশিনের চাকার ওপর পড়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম আজ সকাল ৯টার দিকে তার স্বামীর কবর দেখতে পায়ে হেঁটে কবরস্থানে যাচ্ছিলেন।

 

কবরস্থানের পাশেই বোরো ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প (স্যালো মেশিন) চালু ছিল। হেঁটে যাওয়ার সময় পা পিছলে মেশিনের চাকার পড়ে মাথায় আঘাত পান তিনি।

 

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান।

 

আরও খবর

Sponsered content